Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে: বকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৭

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল

খুলনা: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা অঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা ষড়যন্ত্রকারীকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। খুলনা-৩ আসন সবার, দায়িত্ব আমার। আমি সবার পক্ষ থেকে এই দায়িত্ব নিতে চাই।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে মহানগরীর দৌলতপুর থানার পাবলা বনিকপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, খুলনার তিন আসনের কোনো জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলে তা প্রতিহত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসব। ষড়যন্ত্রকারী যত শক্তিশালী হোক না কেন, সম্মিলিত শক্তির কাছে পরাজিত হবেই।’

বিজ্ঞাপন

দৌলতপুর থানা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা অংশ নেন।

গাছতলা মন্দির কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সত্যনারায়ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল এবং সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাবু অশোক কর, বাবু উজ্জ্বল সাহা, বাবু মনোরঞ্জন দাস, বাবু অশোক কুমার দাস, বাবু বিকাশ কর, বাবু তপন দাস, বাবু তিলক গোস্বামী, বাবু আমুতোষ সাধু, বাবু পরিতোষ হালদার, বাবু ডাক্তার অভিজিৎ গুহসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় উপস্থিত স্থানীয় নেতারা এবং গণ্যমান্য ব্যক্তিরা একমত হয়ে বলেন, ‘সকলের মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজায় শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় থাকবে।’

সারাবাংলা/এইচআই

খুলনা দুর্গাপূজা বিএনপি রকিবুল ইসলাম বকুল

বিজ্ঞাপন

রাবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
২০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর