আগের ম্যাচে ব্যাটিং দিয়ে সমর্থকদের মন ভরাতে পারেননি। শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে সাইফ হাসান সুযোগ পাবেন কিনা, সেটা নিয়েও ছিল শঙ্কা। তবে সাইফ মাঠে নেমেই করেছেন বাজিমাত। বিধ্বংসী এক হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের মূল নায়ক তিনিই। ম্যাচ শেষে সাইফ জানিয়েছেন, এবার বাংলাদেশের লক্ষ্য ফাইনালে ওঠা।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১৬৮ রানে আটকে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাটিং নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সাইফ। ৪৫ বলে ৬১ রানের ইনিংসটিই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছে। শেষ ওভারের রোমাঞ্চে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচ সেরা হওয়া সাইফ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশ এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারে, ‘ফাইনাল খেলার স্বপ্ন অবশ্যই আমাদের সবার আছে। বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমরা ধাপে ধাপে এগোতে চাই। আমাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। আমরা এখন পুরোপুরি সেই ম্যাচেই ফোকাস করছি।’
টুর্নামেন্টের শুরু থেকেই ফাইনালের স্বপ্নটা লালন করছেন সাইফরা, ‘অবশ্যই এখানে আসার আগে আমাদের সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। এই জয়ে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এখনও আমাদের দুটি ম্যাচ বাকি আছে। এখন আমরা শুধু পরবর্তী ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি।’
গ্রুপ পর্বের ভুল শুধরে নেওয়াতেই সুপার ফোরে এমন জয়, মানছেন সাইফ, ‘আমার মনে হয়, একজন ব্যাটারের পাশাপাশি পাঁচজন বোলার থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিংয়েও গভীরতা দরকার ছিল। এই দুটি কম্বিনেশনই দলের জন্য জরুরি ছিল এবং আমরা সেটাই খুঁজেছি। আজকে আমাদের দলের কম্বিনেশন খুবই ভালো ছিল।’