Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
সাকিবকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২

বাংলাদেশের হয়ে টি-২০তে সর্বোচ্চ রানের মালিক লিটন

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের অধিকারী ছিলেন সাকিব আল হাসান। সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন লিটন দাস। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে সাকিবকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন বাংলাদেশ অধিনায়ক। আন্তর্জাতিক টি-২০তে লিটনই এখন দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডধারী।

লংকানদের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে গত রাতে ২৩ রান করেছেন লিটন। এই ইনিংস খেলার সময়ই সাকিবকে ছাড়িয়ে গেছেন লিটন।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-২০তে ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ব্যাটিং করে ২৫৫১ রান করেছিলেন সাকিব। তার গড় ২৩.২৯, হাফ সেঞ্চুরি আছে ১৩টি। স্ট্রাইক রেট ১২১.১৮, সর্বোচ্চ স্কোর ৮৪ রান।

বিজ্ঞাপন

সাকিবকে ফেলে আন্তর্জাতিক টি-২০তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন। ১১৪ ম্যাচে ১১২ ইনিংস ব্যাট করে লিটন দাস রান করেছেন ২৫৫৬। গড় ২৩.৮৮, হাফ সেঞ্চুরি আছে ১৫টি, স্ট্রাইক রেট ১২৬.৫৯। লিটনের সর্বোচ্চ স্কোর ৮৩।

টি-২০ থেকে সাকিব অবসর নিয়েছেন আগেই। লিটনের সামনে এখন তাই শুধুই নিজেকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা।

আন্তর্জাতিক টি-২০তে লিটনের অবস্থান ১৯তম স্থানে। সর্বোচ্চ ৪২৩১ রান নিয়ে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ লিটন দাস সাকিব আল হাসান

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০

আজ শুভ মহালয়া
২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:০০

আরো

সম্পর্কিত খবর