Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ২ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫

মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ ইদ্রিস।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে দগ্ধ দুইজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বিস্ফোরণের চারদিন পর রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

মৃত দুইজন হলেন- মোহাম্মদ ইউনুস (২৬) ও মোহাম্মদ ইদ্রিস (৩০)। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলায়।

মারা যাওয়া ইদ্রিসের ছোট ভাই আবু তালহা সারাবাংলাকে বলেন, ‘আমার বড় ভাই ইন্তেকাল করেছেন। আরও একজন মারা গেছেন। আমরা এখন লাশ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করছি।’

ফাইল ছবি

গত ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় ইউনুস মার্কেটে গ্যাস সিলিন্ডারের দোকানে এ ঘটনা ঘটে। এতে ওই দোকানের মালিক-শ্রমিকসহ ১০ জন দগ্ধ হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

গ্যাস সিলিন্ডার বিস্ফারণ বিস্ফোরণে নিহত

বিজ্ঞাপন

ফোন রিস্টার্ট দেওয়া কেন জরুরি
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫

আরো

সম্পর্কিত খবর