চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে দগ্ধ দুইজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বিস্ফোরণের চারদিন পর রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
মৃত দুইজন হলেন- মোহাম্মদ ইউনুস (২৬) ও মোহাম্মদ ইদ্রিস (৩০)। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলায়।
মারা যাওয়া ইদ্রিসের ছোট ভাই আবু তালহা সারাবাংলাকে বলেন, ‘আমার বড় ভাই ইন্তেকাল করেছেন। আরও একজন মারা গেছেন। আমরা এখন লাশ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করছি।’

ফাইল ছবি
গত ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় ইউনুস মার্কেটে গ্যাস সিলিন্ডারের দোকানে এ ঘটনা ঘটে। এতে ওই দোকানের মালিক-শ্রমিকসহ ১০ জন দগ্ধ হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।