যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন অঙ্গরাজ্যের জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ডের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এই দুর্ঘটনা ঘটে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এমএইচ-৬০ ব্ল্যাক হক, যাতে ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের চার সেনা সদস্য ছিলেন। তারা সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ হেলিকপ্টার পাইলট হিসেবে পরিচিত।
মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। সেনাবাহিনী বলেছে, হেলিকপ্টারটির সঙ্গে আকাশপথ নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল শনাক্ত করা গেলেও আগুন এবং তীব্র তাপের কারণে উদ্ধারকাজ তাৎক্ষণিকভাবে চালানো সম্ভব হয়নি। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হয়, হেলিকপ্টারটি সামিট লেকের কাছাকাছি বিধ্বস্ত হতে পারে।