Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবে: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৬

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – (ফাইল ছবি : সংগৃহীত )

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবে।

রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এবার জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা। নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন, চলতি মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গক্রমে তিনি জানান, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, চলতি বছর তাদেরকে বই ছাপার কাজ দেওয়া হবে না।

এদিকে রোববার অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে ‘২০২৬ সালের শিক্ষাবর্ষে মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) ৯ম শ্রেণি, দাখিল ৯ম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল ৯ম শ্রেণি এবং কারিগরি ট্রেড ৯ম ও ১০ম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ’ শীর্ষক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি ক্রয় প্রস্তাব আলোচ্যসূচিতে ছিল। কিন্তু বৈঠকের শুরুতেই প্রস্তাবটি সংশ্লিষ্ট বিভাগ প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়।

বিজ্ঞাপন

এছাড়া ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে মাঠ পর্যায়ে সকল রুটিন ইপিআই ভ্যাকসিন নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ে’র একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএস

অর্থ উপদেষ্টা ক্রয় কমিটি বিনামূল্যের পাঠ্য বই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর