Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে পূর্ণদিবস কর্মবিরতি, স্থবির অফিস কার্যক্রম

রাবি করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৩

শহিদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের লিচুতলায় কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি।

রাবি: পোষ্য কোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডাকে পূর্ণদিবস কর্মবিরতি চলছে। কর্মসূচির অংশ হিসেবে শহিদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের লিচুতলায় অবস্থান কর্মসূচি পালন করছেন কিছু কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অফিস কার্যক্রম বন্ধ রয়েছে, যদিও কিছু বিভাগ স্ব-উদ্যোগে ক্লাস ও পরীক্ষা নিচ্ছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে তারা অবস্থান নেন। তবে কোনো শিক্ষককে অবস্থান নিতে দেখা যায়নি।

কর্মকর্তা ও কর্মচারীদের দাবি, গতকাল যারা শিক্ষকের গায়ে হাত তুলেছিল তাদেরকে আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে। এরই সঙ্গে প্রাতিষ্ঠানিক সুবিধাও (পোষ্য কোটা) নিশ্চিত করতে হবে বলে জানান তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, ‘গতকালকে ছাত্র নামধারী কিছুসংখ্যক সন্ত্রাসী কর্মকান্ডের দ্বারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শারীরিকভাবে লাঞ্চিত হয়েছে। এমনি তাকে বাসাতেও ঢুকতে দেওয়া হয়নি। এদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইনে তাদেরকে শাস্তি দিতে হবে।’

এই আন্দোলন রাকসুতে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রাকসুতে এই আন্দোলন কোনো প্রভাব ফেলবে না। রাকসুকে আমরা আমাদের কর্মসূচির বাহিরে রেখেছি।’

এ সময় অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, ‘গতকালকের ঘটনায় যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। যারা বহিরাগত তাদেরকে আইনি ব্যবস্থা নিতে হবে। যদি শাস্তি নিশ্চিত করা না হয় আগামীকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সব কিছু শার্টডাউন করে দিব।’

এর আগে গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে উপ-উপাচার্য (প্রশাসন) প্রশাসনিক ভবন থেকে বের হলে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেন। পরে তিনি হেঁটে তার বাসভবনের দিকে যেতে থাকেন। শিক্ষার্থীরা তার বাসভবনের ফটকে তালা লাগিয়ে দিলে তিনি জুবেরী ভবনের দিকে যান। তার সঙ্গে প্রক্টর মাহবুবর রহমানও ছিলেন। বিকেল সাড়ে চারটার দিক থেকে জুবেরী ভবনে উপ-উপাচার্য মাঈন উদ্দীনসহ বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয় এবং এরপর তাদের আটকে রাখেন শিক্ষার্থীরা।

এমন পরিস্থিতিতে শনিবার রাত পৌনে ১০টার দিকে উপ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২১ সেপ্টেম্বর) কর্মবিরতির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আবদুল আলিম। সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীও কর্মবিরতিতে থাকবেন বলে উল্লেখ করেন।

সারাবাংলা/এনএমই/এনজে

অফিস কার্যক্রম কর্মবিরতি রাবি স্থবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর