Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৫

সিলেট: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই নদীর ব্রিজে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকল হওয়া ট্রেনটিকে উদ্ধার করতে সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে পৌঁছালে তার ইঞ্জিন নিয়ে পারাবতকে ফেরত আনা হবে।’

পারাবত ট্রেনের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, ‘শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে খোয়াই নদী পার হওয়ার পর চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখি দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না, তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে ট্রেনটি খোয়াই নদীর ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে।’

বিজ্ঞাপন

এদিকে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেসের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। প্রচণ্ড গরমে বগির ভেতর দমবন্ধ করা অবস্থায় ছোট শিশু ও বৃদ্ধ যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন।

যাত্রীদের অভিযোগ, সিলেটগামী ট্রেনগুলোতে বারবার এ ধরনের যান্ত্রিক ত্রুটি ভ্রমণের আনন্দকে দুর্ভোগে পরিণত করছে। নির্ধারিত সময়ে সিলেটে পৌঁছাতে না পেরে অনেকে দুশ্চিন্তায় পড়েছেন, নানা কাজে ঘটছে বিঘ্ন।

সারাবাংলা/এমপি

যোগাযোগ রেল সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর