ঢাকা: রাজধানীতে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’ শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শেষ হয়েছে। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি-তে তিনদিনব্যাপী এ প্রদর্শনী গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শুরু হয়েছিল।
রোববার (২১ সেপ্টেম্বর) আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে দেশের প্রযুক্তিপণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড, তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও দুবাইয়ের প্রযুক্তি কোম্পানি জিপিই এক্সপো (এফজেডই)। এ আন্তর্জাতিক প্রদর্শনীতে ৫০টিরও বেশি দেশি-বিদেশি নিরাপত্তা ও সুরক্ষা বিষক পণ্য কোম্পানি, শতাধিক ব্র্যান্ড এবং ৫ শ’র বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নেন বলে আয়োজকরা জানান।
তিনদিনের এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। যেমন- কর্মস্থলের অগ্নি নির্বাপক নিরাপত্তা প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট মনিটরিং সিস্টেম, স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট সফটওয়্যার সল্যুশনস, সাইবার নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির আধুনিক উদ্ভাবন, পণ্য ও সেবা, অত্যাধুনিক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), নিরাপত্তা ক্যামেরা এবং অন্যান্য নিরাপত্তা ও স্বাস্থ্য-সম্পর্কিত সরঞ্জামাদি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাইবার নিরাপত্তা ও সুরক্ষা শিল্পের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রায় তিন হাজার ভিজিটর, ট্রেডার ও ডেলিগেটদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে এবংসসম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, ‘তিনদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’ আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। সফলভাবে সম্পন্ন হয়েছে এই আয়োজনটি। দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ প্রমাণ করেছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ও সুরক্ষা খাতে নতুন সুযোগ তৈরি হচ্ছে। এই সাফল্য আমাদেরকে ভবিষ্যতে আরও বড় আয়োজনের অনুপ্রেরণা দেবে। আমরা বিশ্বাস করি, এ প্রদর্শনী নতুন ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতার দ্বার খুলে দিয়েছে। আগামী দিনগুলোতেও আমরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’