Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় উচ্ছেদ অভিযানে পুলিশ-বাসিন্দা সংঘর্ষ, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৮

পুলিশ ও বাস্তুহারা কলোনির বাসিন্দাদের সংঘর্ষ।

খুলনা: খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও বাসিন্দাদের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সংঘর্ষে আহত এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। শুরু থেকেই টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষের শুরু হয়। এ সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডেজার গাড়ি ভেঙে দেয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে খুলনার মুজগুন্নির বাস্তুহারার ২ একর জায়গায় বাস করছেন প্রায় ২০০ পরিবার। তবে ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ পাশের এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করেন। ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি ৪২ প্লট মালিক।

সারাবাংলা/এনজে

উচ্ছেদ অভিযান পুলিশ-বাসিন্দা সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর