লালমনিরহাট: বিএনপি নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে লালমনিরহাটে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। দলের এই উদ্যোগের অংশ হিসেবে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রায় ছয় শতাধিক নতুন সদস্য দলে যোগ দেন।
এ উপলক্ষ্যে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিস্তা মোস্তাক আহমেদ ফাজিল মাদরাসা মাঠে সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক ও ফারুক আহমেদ সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী ও মজমুল হক প্রামানিকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।