Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটিইও নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৪

ঢাকা: সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) (১০ম গ্রেড) নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৬১৪ জন।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কৃতকার্য প্রার্থীদেরকে বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা বিষয়ে-৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের কোনো উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে লিখিত ও মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

বিজ্ঞাপন

উত্তীর্ণ প্রার্থীদেরকে মূল আবেদনপত্র কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদিসহ আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় হাতে হাতে জমা দিতে হবে:

বিভাগীয় প্রার্থীদেরকে (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক) নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল সই করা ছাড়পত্রের (যোগদানের তারিখসহ) সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য করা হবে না।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বেলা ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত (১ ঘণ্টা) এটিইও নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরের ৫১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ঠিকানায় এটিইও পরীক্ষার ফল দেখা যাবে।

সারাবাংলা/এনএল/এনজে

এটিইও নিয়োগ পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর