নীলফামারী: নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শরিফুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের সূত্র ধরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ১৭টি পরিবারে। এতে অন্তত ৫০টি কাঁচা-পাকা ঘর, ধান-চাল ও গৃহস্থালির সব আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম সরকার জানান, ‘আগুনের লেলিহান শিখায় পরিবারগুলোর সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ১৭ টি পরিবারের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’