Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশ এখনো এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নয়’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ এখনো এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ী মহলের উদ্বেগ আমরা মনোযোগ দিয়ে শুনেছি। তাদের অভিজ্ঞতা থেকে পরিষ্কার হচ্ছে—এ মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য সহায়ক হবে না।’

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক বড় ধরনের অস্থিরতার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমন সময়ে অপ্রস্তুত অবস্থায় গ্র্যাজুয়েশন হলে তা অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে পারে।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত রাখার বিষয়ে ব্যবসায়ী সমাজ ঐকমত্যে পৌঁছেছে। জাতিসংঘকে চিঠি দিয়ে বাংলাদেশ আসলেই প্রস্তুত কিনা তা পুনর্মূল্যায়নের আহ্বান জানানো প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধিরা সরেজমিনে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করলে স্পষ্ট হবে বাংলাদেশ কতটা প্রস্তুত। দেশের ভবিষ্যৎ অর্থনীতি ও বিনিয়োগের ধারাবাহিক অগ্রগতির স্বার্থে এ পদক্ষেপ জরুরি।’

শ্রম আইন সংশোধন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ব্যবসায়ীরা শ্রম অধিকার রক্ষায় কোনো আপত্তি দেখাননি। তবে অযৌক্তিক ও অপরিকল্পিত পরিবর্তন হলে তা শিল্পে নেতিবাচক বার্তা দিতে পারে। ‘তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ভেতরে-বাইরে খারাপ বার্তা যাবে, সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হবে।’

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে অর্থনীতিকে সুরক্ষা দিতে হবে। আর সেই লক্ষ্যেই বিএনপি ব্যবসায়ীদের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে।

সারাবাংলা/এফএন/এসএস

এলডিসি গ্রাজুয়েশন প্রস্তুত বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর