ঢাকা: রাজস্ব আদায়ে ভালো করতে পারছেনা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৬ হাজার ৫৭৭ কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) এনবিআর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনবিআরের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা ও ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা।
তথ্যমতে, এসময়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা ও আয়কর থেকে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
উল্লেখ্য, নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের সময় থেকেই এনবিআরে আন্দোলন চলছিল। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির ওই আন্দোলন ধীরে ধীরে প্রকট আকার ধারণ করতে থাকে। কলমবিরতির আন্দোলন গিয়ে পৌঁছায় কমপ্লিট শাটডাউনে। এতে কাস্টমস এর কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। এর প্রভাব পড়ে রাজস্ব আদায়েও।
এনবিআর কর্মকর্তারা জানান, এনবিআরে এখনও স্বস্তি ফিরে আসেনি। কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলি আতঙ্ক এখনও বিরাজ করছে। গত কয়েকমাসে প্রতিষ্ঠানটিতে ব্যাপক রদবদল ঘটেছে। এছাড়া বেশ কিছু কর্মকর্তাকে বরখাস্ত ও কয়েক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। বর্তমানে রাজস্ব ভবনে নতুন কর্মকর্তারা প্রতিষ্ঠানটি প্রায় ঢেলে সাজানোর চেষ্টা করছেন।