Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ২ দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৯

প্রতীকী ছবি

পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর আলিয়া খাতুন (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের পূর্ব বামনপাড়া এলাকার ডাহুক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলিয়া খাতুন ওই এলাকার মৃত আলী হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক শিশু নদীতে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার জানিয়েছে, আলিয়া খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার দৃষ্টিশক্তিও দুর্বল ছিল। গত ১৯ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যেতে পারেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মূসা মিয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর