Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশক নিধনে ডিএসসিসি’র চিরুনি অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬

ঢাকা: ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনে চিরুনি অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (২১ সেপ্টেম্বর) ডিএসসিসির অঞ্চল-৫ আওতাধীন ৪৯নং ওয়ার্ডের আদর্শ উচ্চ বিদ্যালয়, ধলপুর ও সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, প্রতিরোধমূলক অভ্যাসের শুরু হোক শৈশব থেকে। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা ছড়িয়ে দেয়।

তিনি বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কাজে যুক্ত করার পরামর্শ দিয়ে বলেন, পরিচ্ছন্নতা যেন জীবনের অংশ হয়ে ওঠে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধ অভিযানে অংশগ্রহণের জন্য ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচিকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অ.দা.) ড. নিশাত পারভীন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৫ জনাব মো. আবু আসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা: নূর-ই-নাজনীন ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী অংশ নেয়।

সারাবাংলা/এমএইচ/এসএস

অভিযান চিরুনি ডিএসসিসি মশক নিধন

বিজ্ঞাপন

মশক নিধনে ডিএসসিসি’র চিরুনি অভিযান
২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৪

আরো

সম্পর্কিত খবর