Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্বের একমাত্র রক্ষাকবচ: হেলাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ছবি: সংগৃহীত

খুলনা: বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ‘বিএনপি হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রক্ষাকবচ।’ তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতির মাধ্যমে বিদায়ী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তবে আওয়ামী লীগ মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে ধোঁকা দিতে চাইলে আন্দোলনের মাধ্যমে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা ঘাটে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ায় অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে স্বাগত জানান তিনি।

বিজ্ঞাপন

আজিজুল বারী হেলাল আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন হলে তা বিচারিক প্রক্রিয়ায় হতে হবে। তিনি দাবি করেন, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই একটি মহল অযাচিত ইস্যু তুলে ধরে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ ভোটার এ বিষয়ে অবগত নন। তাই প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত।’ তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল ৫ আগস্টের আগে কোনো সক্রিয় রাজনীতি না করলেও এখন ভোটের আশায় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল।

রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা যুবদল আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদল সভাপতি উজ্জ্বল কুমার সাহা, যুবদল সদস্য সচিব শেখ নাজিমুজ্জামান জনি, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, কৃষকদল সভাপতি কবীর শেখ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ শেখ, মহিলা দল সদস্য সচিব সেতারা বেগম, জাসাস সদস্য সচিব এ কে আজাদ আমিন ও তাঁতীদল সদস্য সচিব শেখ মাহমুদ আলম লোটাস।

বিজ্ঞাপন

জাহানারার পাশে মাশরাফি
৮ নভেম্বর ২০২৫ ০১:৩৮

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর