Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পারিবারকে আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫১

রাজবাড়ী: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। এ সময় নিহত দুই পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং আহত একজনকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের আয়োজনে চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। প্রধান অতিথি ছিলেন বিআরটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময় তিনি আহত ও নিহত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করেন।

বিজ্ঞাপন

রাজবাড়ী বিআরটিএ-এর পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হোসেন।

অনুষ্ঠানে, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তার পরিবার অসহায় হয়ে পড়েন। একইভাবে কেউ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করলে তার জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুযায়ী সড়কে যে প্রাণ ঝরে যায়, তার ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করলে ক্ষতিপূরণের সুযোগ পাওয়া যাবে। তাই দুর্ঘটনায় আহত বা নিহত হলে এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। তবে, ক্ষতিপূরণ দেওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সকলে মিলে কাজ করা।

তিনি আরও বলেন, যেখানেই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাবে, সেখানেই বিআরটিএ-এর কর্মকর্তারা ছুটে যাবেন। দুর্ঘটনায় কেউ মারা গেলে তারা মৃত ব্যক্তির দাফন বা সৎকার সম্পন্ন হওয়া পর্যন্ত পরিবারের পাশে থাকবেন। একইসঙ্গে তারা ক্ষতিপূরণের ফরম সঙ্গে নিয়ে যাবেন।

সারাবাংলা/এসআর

আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পারিবার বিআরটিএ রাজবাড়ী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

মশক নিধনে ডিএসসিসি’র চিরুনি অভিযান
২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৪

আরো

সম্পর্কিত খবর