ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত সাতটি যুদ্ধ বন্ধ করার দাবি করেছেন। তার এই দাবির ভিত্তিতে প্রতিটি যুদ্ধ থামানোর জন্য একটি করে, অর্থাৎ মোট সাতটি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য বলেও মনে করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) ‘আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স’ ডিনারে উপস্থিত হয়েছিলেন ট্রাম্প। সেখানেই তিনি সাতটি নোবেল পুরস্কারের দাবির কথা জানান।
ট্রাম্প এর আগেও বেশ কয়েকবার দাবি করেছেন যে তিনিই ভারত-পাকিস্তানের মধ্যে চলতি বছরের মে মাসে সংঘটিত চার দিনের যুদ্ধ থামিয়েছেন। শনিবারও তিনি তার এই দাবির পুনরাবৃত্তি করেন।
এ সময় ট্রাম্প দাবি করেন, তিনি আরও ছয়টি যুদ্ধ থামিয়েছেন। এগুলো হলো— থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া ও রুয়ান্ডা-কঙ্গো। ট্রাম্প বলছেন, বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে এগুলো বন্ধ করেছেন তিনি।
ট্রাম্প বলেন, ভারতের ক্ষেত্রে বলেছিলাম— দেখুন, আপনারা লড়াই না থামালে আমরা বাণিজ্য করব না। আর তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা থেমে গেল।
ট্রাম্প বলেন, আমাকে বলা হয়েছিল, যদি আমি রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে পারি, তাহলে আমি শান্তিতে নোবেল পুরস্কার পাব। ঠিক আছে। তাহলে বাকি সাতটি যুদ্ধে বিষয়ে কী বলা হবে? প্রতিটির জন্যই আমার একটি করে নোবেল পাওয়া উচিত। তারা বলল, কিন্তু স্যার, আপনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে নোবেল পাবেন। আমি বললাম, আমি সাতটি যুদ্ধ থামিয়েছি। ওটা একটাই মাত্র যুদ্ধ এবং সেটি বড় যুদ্ধ।
ট্রাম্প অবশ্য স্বীকার করে নিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহজেই থামিয়ে দিতে পারবেন বলে ভেবেছিলেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক এখানে কাজে লাগবে বলেও ভেবেছিলেন তিনি। কিন্তু বাস্তবে পুতিন তাকে হতাশ করেছেন বলে মেনে নিয়েছেন।
তবে আশাও ছাড়ছেন না ট্রাম্প। যেকোনোভাবে এ যুদ্ধ বন্ধের চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।