Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ৬ বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৭

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের জগথা কলপাড়া গ্রামের মকবুল হোসেনের বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।

অভিযুক্ত মকবুল হোসেন (৫৭) পীরগঞ্জ পৌর শহরের জগথা কলপাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মকবুল হোসেনের বাড়ীর পাশে কন্যা শিশুটি খেলা করছিল। এমন সময় খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার নিজ শয়ন কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

অসুস্থ শিশুটিকে পীরগঞ্জ উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শিশুটি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, ‘ভিকটিমের বাবা একটি অভিযোগ দায়ের করলে মামলা নথিভুক্ত করা হয়। আসামীকে ধরতে অভিযান অব্যাহত আছে।’

সারাবাংলা/এসএস

ঠাকুরগাঁও থানা ধর্ষণ বছর মামলা শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর