ক্রীড়াঙ্গনে দুই দলের মুখোমুখি লড়াই মানেই যেন বিশেষ কিছু। সেটা যদি হয় ক্রিকেটে, তাহলে উত্তেজনার পারদ পৌঁছে যায় সর্বোচ্চ চূড়ায়। তবে গত কয়েক বছরে কাগজে কলমে যতটা উত্তেজনা, মাঠে তার ছিটেফোঁটাও দেখা যায় না! ঠিক এমনটাই হলো গত রাতেও। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, এখন ভারত-পাকিস্তান ‘দ্বৈরথ’ বলে কিছু নেই।
দুবাইতে ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই সহজ জয় পায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এটি ভারতের টানা ৭ম জয়। এই জয়ের পর টি–২০তে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড দাঁড়াল ১২–৩।
সংবাদ সম্মেলনে সূর্যকুমার তাই দুই দলের লড়াইয়ে দ্বৈরথ মানতে নারাজ, ‘আপনারা বারবার ভারত–পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করেন। আমার মতে, যখন দুই দল ১৫–২০ বার খেলবে আর ফলাফল সমানে সমান হবে, তখন সেটিকে দ্বৈরথ বলা যায়। কিন্তু ১০–০ বা ১০–১ হলে এটা প্রতিদ্বন্দ্বিতা নয়। আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলছি, ব্যাটিং হোক বা বোলিং।’
পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও ভারতের ফিল্ডিং সমর্থকদের মন ভরাতে পারেনি। বেশ কয়েকটি সহজ ক্যাচ মিস করেছেন তারা। সূর্যকুমার অবশ্য এটি নিয়ে খুব বেশি চিন্তিত নন, ‘আমার মনে হয় ফিল্ডিং কোচ ইতিমধ্যেই ইমেইল পাঠিয়েছেন তাদের, যাদের হাতে আজ বাটার লেগে ছিল। তবে এটা আগে হওয়াটা ভালো, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’