Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে রাত থেকে অঝোরে বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৮

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকায় রাতভর গুঁড়ি গুঁড়ি থেকে শুরু করে সকাল পর্যন্ত অঝোরে ঝরা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় হাঁটুপানি থেকে কোমরসমান পানি জমে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, গ্রিনরোড, মণিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট ও ঝিগাতলাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে গেছে। এতে রিকশা, সাইকেল ও অন্যান্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এর ফলে স্কুল-কলেজ ও কর্মজীবী অফিসগামী মানুষ পড়েছেন চরম বিপাকে।

মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বরে অফিসগামী রুমানা নামের একজন চিকিৎসক জানান, তিনি মিরপুর ১০ নম্বর থেকে শংকরে তার কর্মস্থলে যাচ্ছেন। এরইমধ্যে তিনটি যানে ভেঙে ভেঙে এ পর্যন্ত এসেছেন। ফলে তাকে গুনতে হয়েছে অন্য সময়ের চেয়ে তিনগুণ বেশি ভাড়া। কারণ বৃষ্টির কারণে রাস্তার জায়গায় জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর ইব্রাহিমপুরের বাসিন্দা এমদাদুল হক বলেন, বৃষ্টির কারণে দুপুর ১২টার পর বাসা থেকে বের হয়েছি। মোটরসাইকেল নিয়ে পথে নামতেই দেখি রাস্তা পুরোটা ডুবে আছে। আমার বাসা থেকে শেওড়াপাড়া পর্যন্ত যাওয়ার রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। প্রায় সব জায়গায় হাটু পানি। মোটরসাইকেল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কয়েকবার। তবে মূল সড়কে তেমন পানি দেখিনি।

এদিকে দারুস সালাম থেকে মিরপুরগামী ওয়াজিহা নামের এক যাত্রী জানান, বৃষ্টির কারণে আজ রাস্তায় পানি জমেছে। ফলে আজ বাস পেতে ভোগান্তিতে পরতে হয়েছে এবং অনান্যদিনের তুলনায় কর্মস্থলে যেতে সময়ও বেশি লাগছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে।

আগামী কয়েক দিন দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এদিকে জলাবদ্ধতার কারণে যানজট বাড়ায় নাগরিক দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নিজের কাজ, নিজের পরিচয়
৩০ অক্টোবর ২০২৫ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর