Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজার ছুটির পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল

রাবি করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৯

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাবি শাখা ছাত্রদলের সহ সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আসন্ন শারদীয় দুর্গাপূজার পরে আয়োজনের দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রদল।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের এ কথা বলেন রাবি শাখা ছাত্রদলের সহ সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

তিনি বলেন, ‘আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দেখছি গত ৪৮ ঘন্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রার্থীদের যে আনাগোনা ছিল সেটা এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছেন। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন যদি ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি বলব আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।’

বিজ্ঞাপন

জনবল নিয়োগ দিচ্ছে ডেকো ফুডস
৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১

আরো

সম্পর্কিত খবর