Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৫

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হালসা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে লাইন পার হওয়ার সময় খুলনাগামী সীমান্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এক বৃদ্ধ মারা যান। পরে বিষয়টি হালসা স্টেশন মাস্টারকে জানানো হয়।

পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, হালসা স্টেশন মাস্টার খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ফিঙ্গারপ্রিন্ট যাচাই-বাছাই করে জানা যায়, নিহত মানিক মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার সব্দল হাট এলাকার শামসু উদ্দীনের ছেলে।

বিজ্ঞাপন

মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর