Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাসন ভাতার দাবিসহ মাসব্যাপী কর্মসূচির ঘোষণা জবি ছাত্রদলের

জবি করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৮ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩১

বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত জবি ছাত্রদলের সংবাদ সম্মেলন।

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ আবাসন ভাতা চালুর দাবিতে আগামী অক্টোবরের মধ্যেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ দাবিকে সামনে রেখে অন্যান্য কাজ নিয়ে সংগঠনটি মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শাখা ছাত্রদলের নেতারা।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসন ভাতা। প্রশাসনের দেওয়া রোডম্যাপে অনেক অস্পষ্টতা রয়েছে। আমরা চাই, চলতি বছরের অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এই ভাতা পৌঁছে দেওয়া হোক। এটি কোনো আবদার নয়, শিক্ষার্থীদের অধিকার।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে ফ্যাসিস্টদের বিচার করেছে, সেখানে জবি প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। পাশাপাশি তিনি দাবি করেন, আবাসন ভাতা বাস্তবায়নের ক্ষেত্রে জকসু নির্বাচনের আগে শিক্ষার্থীদের প্রতি প্রশাসনকে আরও স্পষ্ট অবস্থান নিতে হবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আগামীকাল মঙ্গলবার স্বাস্থ্যসেবা কর্মসূচির (মেডিকেল ক্যাম্প) মধ্য দিয়ে আমাদের মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। এর অংশ হিসেবে চিকা লেখা, প্রচারণা, প্রতিবাদ এবং বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।”

তিনি আরও বলেন, “আবাসন ভাতা শিক্ষার্থীদের ন্যূনতম অধিকার। আমরা চাই এর অন্তত ৭০ শতাংশে অবিলম্বে কার্যকর হোক। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”

এ সময় জবি শাখা ছাত্রদলের নেতারা জকসু নির্বাচনের নীতিমালার ঘোষণাকে স্বাগত জানান। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি তারা মানবাধিকার সম্পাদক, মিডিয়া সম্পাদকসহ কিছু নতুন পদ সংযোজনেরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএস/এসডব্লিউ

আবাসন ভাতার দাবি কর্মসূচির ঘোষণা জবি ছাত্রদল

বিজ্ঞাপন

প্রবাসীরা যে পদ্ধতিতে ভোট দেবেন
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৮

আরো

সম্পর্কিত খবর