Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ আসার খবরে জলাশয়ে লাফ, যুবকের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে জলাশয় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানিয়েছেন, তাস খেলার সময় পুলিশ আসার খবর শুনে ওই যুবক জলাশয়ে লাফ দিয়েছিলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর ২ নম্বর সাইট এলাকার ব্রিকফিল্ড সংলগ্ন একটি জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মাসুদ রানা (৩৫) নগরীর মধ্যম হালিশহর সাইট পাড়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. মাঈনুদ্দীন জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সকালে একটি ডুবুরি টিম ওই জলাশয়ে তল্লাশি শুরু করে। দুপুরের দিকে প্রায় ২০ ফুট পানির নিচে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেল থেকে জলাশয়ের ধারে বসে তাস খেলছিলেন মাসুদসহ স্থানীয় কয়েকজন। সন্ধ্যার পর পুলিশ আসার খবর পেয়ে ৭-৮ জন একসঙ্গে জলাশয়ে লাফ দেন। অন্যরা তীরে উঠতে পারলেও মাসুদ তলিয়ে যান।

জানতে চাইলে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘যে এলাকায় পুলিশ যাবার কথা বলা হচ্ছে, সেখানে ওই সময়ে আমাদের কোনো অভিযান ছিল না। হয়তো নিয়মিত টহলের পুলিশ গিয়েছিল। কিন্তু পুলিশ যাবার কারণে কেউ লাফ দিয়েছে বলে কোনো তথ্য আমাদের জানা নেই। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের একজন যুবকের লাশ উদ্ধারের বিষয় জানানো হয়েছে।’

সারাবাংলা/আরডি/ইআ