Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীরা যে পদ্ধতিতে ভোট দেবেন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৮ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৬

পোস্টাল ভোটিং। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আগামী নির্বাচনে ভোটের জন্য প্রবাসীরা কীভাবে অনলাইনে নিবন্ধন করবে, সে পদ্ধতি ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (২২সেপ্টেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে এমন দু’টি নির্দেশিকা প্রকাশ করে ইসি।

‎প্রথমটি হলো নিবন্ধন প্রক্রিয়া:

‎নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর অথবা আইনফোনের অ্যাপ স্টোর থেকে “পোস্টাল ভোট বিডি” অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর লগইন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মোবাইল নম্বর প্রবেশ করালে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে, তা দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করবেন। এরপর নিজের ছবি তুলে দিতে হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি হাতে নিয়ে সেলফি তুলতে হবে। পরবর্তীতে দিতে হবে এনআইডির ছবিও)। এরপর পাসপোর্ট থাকলে তার ছবি দিতে হবে। সবশেষে বিদেশে অবস্থানরত বর্তমান ঠিকানার তথ্য দিলেই কাজ শেষ। সিস্টেম থেকে সব তথ্য যাচাই করে সত্যতা মিললে ‘আপনি এখন নিবন্ধিত’ এমন লেখা প্রদর্শিত হবে অ্যাপে। এরপর অপেক্ষা কেবল ব্যালট পেপারের জন্য।

‎দ্বিতীয়টি হলো ভোটদান প্রক্রিয়া:

‎নিবন্ধন সম্পন্ন হওয়ার পর তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের তথ্য চলে যাবে। সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা। এরপর ইসি কর্তৃক নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ভোটারের বর্তমান ঠিকানায় মার্কা বা প্রতীক সম্বলিত ব্যালট তিনটি খামে পাঠিয়ে দেবে রিটার্নিং কর্মকর্তা। একটি খামের ভেতর আরও দু’টি খাম থাকবে। যার একটিতে থাকবে ব্যালট পেপার। আসন নম্বর ও রিটার্নিং কর্মকর্তার ঠিকানা উল্লেখ করে থাকবে আরেকটি খাম। ভোটার ব্যালট পেপার বের করে ভোট দিয়ে দ্বিতীয় খামটিতে ভরে নিকটস্থ পোস্ট বক্সে জমা দিলেই কাজ শেষ।

‎ইসির নির্দেশিকায় বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার পাঠানো খাম পেলে ভোটার তার অ্যাপে প্রবেশ করবেন। এরপর নির্দেশিকা দেখে মোবাইল নম্বর নিশ্চিত করবেন। এরপর নিজের ফটো তুলবেন। পরবর্তীতে খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করলেই ভোটার তার আসনের সকল প্রার্থীর নাম দেখতে পাবেন। আর এটা দেখা যাবে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর। প্রার্থিতা দেখার পর ভোটার তার কাছে পাঠানো খাম খুলে ব্যালট পেপার বের করে ভোট দেবেন এবং একটি ঘোষণাপত্রে সই করবেন। এরপর ব্যালট পেপার খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেবেন।

‎পোস্টাল এবার কয়েদি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

‎এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ভোটিং

বিজ্ঞাপন

এএসপি হলেন পুলিশের ৩৯ কর্মকর্তা
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১

আরো

সম্পর্কিত খবর