Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা জেলা কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০০

মৃত সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না।

গাইবান্ধা: গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি’র) সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেল সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু বক্কর সিদ্দিক মুন্না রাতে অসুস্থ হলে প্রথমে কারাগারের স্বাস্থ্য বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে অবস্থার অবনতি হলে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান মুন্না দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। তাছাড়া, বয়সের ভারে বার্ধক্যও এসেছে। তিনি কারাগারে আসার সময় অনেকগুলো ঔষধপত্র সঙ্গে এনেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গত ২ সেপ্টেম্বর তাকে এ মামলায় জেলগেটে গ্রেফতারপূর্বক কারাগারে পাঠানো হয়। তিনি অন্য একটি মামলায় জামিনে ছিলেন।

আবু বক্কর সিদ্দিক মুন্নার ছেলে সৌমিক অভিযোগ করে জানান, এক মাস আগে পুলিশ মুন্নাকে আটক করে। পরে তিনি জামিনে মুক্তি পেলেও জেলগেটে আরেকটি মামলায় পুলিশ তাকে আবারও গ্রেফতার করে। তার পরিবারের দাবি, নির্যাতনের কারণে মুন্নার মৃত্যু হলেও এ বিষয়টি তাদেরকে জানানো হয়নি।

কারাগার কর্তৃপক্ষে (জেল সুপার আনোয়ার হোসেন) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না’র পরিবারের এ দাবি প্রত্যাখান করেন।

সারাবাংলা/এসডব্লিউ

কারাগারে হাজতির মৃত্যু সাবেক ইউপি চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর