Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০০ আসনের মধ্যে ১৫০টিতে জয়ের প্রত্যাশা এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ৩০০ আসনের মধ্যে ১৫০টিতে আমরা জয়ের মতো পরিস্থিতিতে আছি।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা বলেছিলাম ৩০০ আসনের জন্যই লড়ব। তবে বাস্তবতা অনুযায়ী ১৫০ আসন আমরা কনফার্ম জয়ের পরিস্থিতিতে আছি।’

‎‘তবে বিএনপি বা জামায়াত কতটি আসন পাবে, তা নির্ধারণ করবেন জনগণ’- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা একবার বলেছিলাম বিএনপির ৫০–১০০-এর বেশি আসন পাবে না। এখন তো বাস্তবতা আরও খারাপ।’

বিজ্ঞাপন

‎সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যদি ১৫০ আসন নিশ্চিত করতে পারি, আর বাকিদের সঙ্গে যদি সমন্বয় হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ হতে পারি। নারীদের সংরক্ষিত আসন ও উচ্চকক্ষের হিসাবও এ ক্ষেত্রে যুক্ত করতে হবে।’

অন্য দলের সঙ্গে জোটের বিষয়ে তিনি বলেন, ‘এনসিপির আলাদা নাম থাকবে, এনসিপির প্রতীকেই থাকবে। অন্য দলের নাম বা মার্কা ডিজলভ হয়ে যাবে। এনসিপির ব্যানারে অনেকগুলো দল আসছে।’

এরা বিগ টাইম একটি দল হতে যাচ্ছে বলেও জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

‎সারাবাংলা/এনএল/পিটিএম

১৫০টিতে জয় ৩০০ আসন এনসিপি নাসরুদ্দীন পাটোয়ারী প্রত্যাশা

বিজ্ঞাপন

রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৩

আরো

সম্পর্কিত খবর