Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ক্যাম্পাসে শিবিরের ৩৩টি পানির ফিল্টার স্থাপন

জবি করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, কমনরুম ও বিভিন্ন বিভাগে এসব ফিল্টার স্থাপন করেন তারা।

সোমবার (২২ সেপ্টেম্বর) ‘নিরাপদ পানি পান কর্মসূচি’র অংশ হিসেবে এ উদ্যোগটি গ্রহন করেন সংগঠনটি। সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তারা।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই নিগৃহীত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি। এজন্যই আমরা নিরাপদ পানি কর্মসূচি হাতে নিয়েছি, যা আজ থেকে চালু থাকবে।’

বিজ্ঞাপন

সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের দায়িত্ব প্রশাসনের হলেও বাস্তবে তা সম্ভব হয়নি। তারা যে দু-একটি ফিল্টার দিয়েছে, তা দিয়ে এত শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব নয়। তাই সংগঠন হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী ধাপে ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার বসানো হবে। পাশাপাশি ছাত্রী হলে কাপড় শুকানোর অসুবিধা দূর করতে ওয়াশিং মেশিন এবং নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

ক্যাম্পাস জবি পানির ফিল্টার শিবির স্থাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর