Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: ড. খোন্দকার মোশাররফ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৯

জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে আলোচনা সভা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে “কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে” অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন যে, প্রশাসনিক প্রয়োজনেই কুমিল্লাকে বিভাগ করতে হবে এবং কুমিল্লার জনগণ এর বাইরে অন্য কোনো নাম মেনে নেবে না।

ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা সকলে কুমিল্লার নাগরিক। কুমিল্লাবাসী ইতোমধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে। আমরা কুমিল্লায় বিভাগ চাই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করার জন্য একটি শক্তিশালী প্রতিনিধি দল যাবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের জন্য তিনি আহ্বান জানান এবং এতে ব্যক্তিগতভাবে তার সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দেন।’

বিএনপি নেতা বলেন, ‘এসব প্রচেষ্টার পরেও যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনলে এবং আল্লাহ সেই সুযোগ দিলে, সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, ইনশাল্লাহ।’

সভায় উপস্থিত ছিলেন এনসিপি মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা সমিতির ঢাকা সভাপতি এবিএম শাহজাহান, নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, বি-বাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু, সাবেক অতিরিক্ত সচিব
আব্দুল মান্নান ইলিয়াস, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীন প্রমুখ।

সারাবাংলা/এফএন/এসআর

কুমিল্লা বিভাগ কুমিল্লা সমিতি ড. খোন্দকার মোশাররফ নাগরিক পরিষদ বিএনপি নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর