রাজবাড়ী: বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও দেশ উন্নত হয়নি, মানুষ এখনও গরিবই রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দাদশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খৈয়ম বলেন, ‘৫৪ বছর ধরে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। হাসপাতালের চিকিৎসার বেহাল দশা, গরিব মানুষের চিকিৎসা নেই। আদালতে ন্যায়বিচার নেই, কোর্ট এখন শুধু ধনীদের কথা শোনে, পুলিশও বড়লোকদের হয়ে কাজ করে।’
তিনি আরও বলেন, ‘আমরা ১৯৭১ সালে সুষ্ঠু নির্বাচনের জন্য যুদ্ধ করেছি। পাকিস্তানি শাসকেরা যেমন আমাদের ভোটাধিকার দেননি, তেমনি শেখ হাসিনাও গত ১৭ বছর ধরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন দেননি। জেলায়, উপজেলায়, ইউনিয়নে—সবখানেই ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
বিএনপির এই নেতা দাবি করেন, ইতিহাসের মতোই একসময় শেখ হাসিনাকে দলবল নিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘রাজনীতি করতে হবে মানুষের জন্য। রাজনীতি হলো আদর্শ, নীতি, সততা, মানবতা আর দেশপ্রেমের বিষয়। এগুলো ফিরে না এলে বাংলাদেশ ঠিক পথে আসবে না।’
খৈয়ম বলেন, ‘আমার নেতা তারেক রহমান ৩১দফা দিয়েছেন। বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার কথা বলেছেন। তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে। সেই অবস্থান থেকে নেতাকর্মীদের ভাবতে হবে দাদশী ইউনিয়নকে কিভাবে গড়ে তুলবো। এখানে হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ করে উন্নয়নমুখী রাজনীতি করতে হবে।’
দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোর্তজার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, সদস্য রইচ উদ্দিন ডিউক, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, জেলা যুব দলের আহবায়ক খাইরুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহবায়ক আয়বুর রহমান আইয়ুব, জিয়া সাইবারফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-মহাসচিব আকবর খান প্রমুখ।