Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রদর্শিত হলো ‘জাগো হুয়া সাবেরা’

সারাবাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৮

রাশিয়ান হাউজে প্রদর্শিত হলো ‘জাগো হুয়া সাবেরা’। ছবি: সংগৃহীত

ঢাকা: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে স্বর্ণ পদক জিতেছিল এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাবেরা’। চলচ্চিত্রটি শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধানমন্ডির রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচারাল সেন্টার) প্রদর্শন করা হয়েছে। সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব এ প্রদর্শনীর আয়োজন করেছিল।

ক্লাবটির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এনিগমা টিভির সহযোগিতায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেটিং সিনেমা’। আধুনিক সিনেমা প্রদর্শনের অভিজ্ঞতা দিতে পুরো আয়োজনটি সাজানো হয়েছে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) ও ৭.১ সাউন্ড সিস্টেমে। সে আয়োজনের অংশ হিসেবেই দেখানো হয় ‘জাগো হুয়া সাবেরা’ ছবিটি।

বিজ্ঞাপন

আয়োজনে ছিল তিনটি মাস্টারক্লাস। এর মধ্যে ‘রাশিয়ান ক্লাসিকস’ নিয়ে আলোচনা করেন নির্মাতা নূরুল আলম আতিক। ‘রুশ সাহিত্য’ নিয়ে আলোচনা করেন অধ্যাপক আব্দুস সেলিম এবং ‘স্তানিস্লাভস্কি: মেথড অ্যাকটিং’ নিয়ে আলোচনা করেন অধ্যাপক সৈয়দ জামাল আহমেদ।

চলচ্চিত্র প্রদর্শনীতে ‘জাগো হুয়া সাভেরা’ ছাড়াও দেখানো হয় বাংলাদেশের ‘ফ্রম সুরমা, পেয়ারার সুবাস, আম কাঁঠালের ছুটি, চীনের ইউয়ান শাং, মেক্সিকো-কাতারের যৌথ প্রযোজনা ভারগুয়েঞ্জা, রাশিয়ার আ সিজ ডায়েরিসহ মোট মোট সাতটি দেশি-বিদেশি চলচ্চিত্র।

সারাবাংলা/পিটিএম

জাগো হুয়া সাবেরা

বিজ্ঞাপন

প্রদর্শিত হলো ‘জাগো হুয়া সাবেরা’
২২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৮

সোনার দাম ফের ইতিহাসে সর্বোচ্চ
২২ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩

আরো

সম্পর্কিত খবর