মুন্সীগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনচালক রুবেল (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী (হেলপার) সুমন (৩০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল ভবেরচর ইউনিয়নের চর-পাথালিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। আহত সুমন টেকপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাউশিয়া নিউ হোপ ফিড ইন্ডাস্ট্রি থেকে মুরগির খাবার নিয়ে উল্টো পথে নসিমনযোগে নতুনচর চাষী গ্রামের দিকে যাচ্ছিলেন রুবেল ও সুমন। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে ধাক্কা দিলে যানটি দুমড়েমুচড়ে যায়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু জানান, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই মারা যান রুবেল।
গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’