Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় যা বললেন তাসনিম জারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২

এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

ঢাকা: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ২৩ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।”

তাসনিম জারা আরও লিখেন, “এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করছেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে নিরন্তর কাজ করছে।”

বিজ্ঞাপন

তার মতে, এই হামলা প্রমাণ করে দিয়েছে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি নিশ্চিত এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, বরং তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।”

এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই আখতার হোসেনের ওপর এই হামলা চালানো হয়। এ সময় তাসনিম জারাও তার সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর