Tuesday 23 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে এনসিপি’র বিক্ষোভ আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৭

ছবি: সারাবাংলা

ঢাকা: নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক নেতার ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আজ রাজধানীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনসিপি।

দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচিতে দুটি মূল দাবি তুলে ধরা হবে—

১. ইন্টেরিম সরকারের গাফিলতির জবাবদিহি নিশ্চিত করা।

২. দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা।

বিবৃতিতে জানানো হয়েছে যে, শুধু ঢাকায় নয়, সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একইসঙ্গে প্রতিবাদ-বিক্ষোভ মিছিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দলটির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরও বিদেশে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে প্রমাণ করেছে তারা সহিংসতা ছাড়া টিকে থাকতে পারে না। ভিন্নমতের রাজনীতিবিদদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তারা।

একইসঙ্গে তারা ইন্টেরিম সরকারের ভূমিকারও সমালোচনা করে বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক নেতাদের স্বাধীনভাবে মত প্রকাশের নিশ্চয়তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।

শাহবাগের বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

এনসিপি বিক্ষোভ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর