Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়নি বিএনপি: রুহুল কবির রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপি কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়নি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

রিজভী বলেন, “উপযুক্ত সময়ে দল নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী বাছাই করবে এবং তাদের নাম প্রকাশ করা হবে। কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচনের বা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ডের এবং বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।”

বিজ্ঞাপন

তিনি জানান, বিএনপির মনোনয়ন প্রদানের প্রক্রিয়া স্বচ্ছ ও গঠনতান্ত্রিক, যেখানে পারফরম্যান্সের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়।
“দলীয় কার্যক্রমে যারা ভালো কাজ করছেন, তাদের মনোনীত করা হবে। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি,” তিনি যোগ করেন।

রিজভী বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং জনমুখী কাজের প্রতি মনোনিবেশ করার নির্দেশনা দিচ্ছেন। নেতাকর্মীদের অবশ্যই জনগণের নিকট পৌঁছে বিএনপির নীতি ও কর্মসূচি তুলে ধরতে হবে।”

তিনি সতর্ক করে আরও বলেন, “বিভ্রান্তি সৃষ্টির জন্য নানা অপতথ্য প্রচার এবং মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। কিছু মহল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। নেতাকর্মীরা এসব বিভ্রান্তিকর তথ্যের কাছে মনোযোগ দেবেন না।”

রিজভী বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যখন ভোটাধিকারের পথ সুগম করছে, তখন কিছু চক্র বিএনপিকে অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। জনগণ অবলোকন করছে যে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র শুরু হয়েছে।”

তিনি সারাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলের ঐক্য ও জনমুখী কার্যক্রম বজায় রেখে নির্বাচনে প্রস্তুতি নিতে হবে। বিএনপির নেতৃত্বে এবং পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে প্রার্থী নির্বাচন চূড়ান্তভাবে সম্পন্ন হবে।”

সারাবাংলা/এফএন/ইআ

রুহুল কবির রিজভী সবুজ সংকেত

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর