ঢাকা: পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির মাধ্যমে এসব আনা হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা সরবরাহ করা হবে। আজকের বৈঠকে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে, যা আমরা অনুমোদন দিয়েছি। পুলিশ বাহিনীর জন্য এই বডি ক্যামেরাগুলো অত্যন্ত জরুরি। যত দ্রুত সম্ভব এগুলো সংগ্রহ করতে হবে।
এতে কত টাকা খরচ হবে—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ব্যয় কয়েকশ কোটি টাকা হতে পারে, তবে নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব নয়। ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) মাধ্যমে এসব ক্যামেরা সংগ্রহ করা হবে।
কেন ইউএনডিপির মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা যেমন টিকা ইউনিসেফের মাধ্যমে আনি, ঠিক তেমনি এখানে ইউএনডিপি আমাদের জন্য মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে আমাদের টেন্ডার প্রক্রিয়ার জটিলতায় যেতে হবে না, কারও সঙ্গে দরকষাকষিও লাগবে না।
বডি ক্যামেরা কেনার অর্থের উৎস প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের ব্যয় বাংলাদেশ সরকারই বহন করবে। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং নির্বাচন সংক্রান্ত খাত থেকেই খরচ মেটানো হবে। তবে এই ক্যামেরাগুলো নির্বাচন কমিশনের জন্য নয়, সরাসরি পুলিশের ব্যবহারের জন্য দেওয়া হবে।