Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে `জঙ্গি কর্মকাণ্ড’ দেখছেন ঢাবি উপাচার্য


৮ জুলাই ২০১৮ ১৭:৪৪

ছবি: ফাইল

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাবি: কোটা সংস্কার আন্দোলনে অশুভ শক্তির তৎপরতা এবং জঙ্গি কর্মকাণ্ড দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

রোববার (৮ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

উপাচার্য বলেন, সম্প্রতি কয়েকটি সুস্পষ্ট ঘটনা প্রবাহে প্রতীয়মান হয়, একটি বড় অপশক্তি ক্রিয়াশীল আছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘কিছুদিন আগে কয়েকজন সহকর্মী ফেসবুকের একটি লাইভ ভিডিও দেখান। তালেবান জঙ্গি শাবাব, বোকো হারাম যেভাবে গোপন জায়গা থেকে ভিডিও বার্তা ছেড়ে বিভিন্ন নাশকতা ছড়ায়, এসব ভিডিওতে তারই প্রতিচ্ছবি পাই। খুব কঠিন কঠিন উগ্র চরমপন্থা ভাবাদর্শ সে ভিডিওতে দেখেছি। শুনতাম দুই ঘন্টা পর একটা ছাড়ে। আফগানস্তানে মোল্লা ওমর এমন করে দেখেছি। ’

’বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রীতিমতো ক্লাস করতে চায়, পরীক্ষা দিতে চায়। এমন একটি অশুভ তৎপরতা শুরু হয়েছে যে তারা পরীক্ষা দিতে দেবে না, বাঁধা দেয়। এগুলো বড় মাপের একটি অশুভ তৎপরতা। স্বৈরাচারী শাসনের আন্দোলনের সময় আমাদের এমন দৃষ্টিভঙ্গি ছিল। ক্লাস-পরীক্ষা বর্জন মানে সাধারণ ছাত্রদের মৌলিক অধিকারের বিপক্ষে দাঁড়ানো। অন্য অশুভ শক্তি হলো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাইরে থেকে অপশক্তি ঢুকে যাচ্ছে। তার একটি বড় প্রমাণ হলো লন্ডন থেকে ফোন দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ। সবকিছু মিলে রাজনৈতিকভাবে উস্কে দিয়ে বিভিন্নভাবে ফায়দা লুটবার তথ্যও আমদের কাছে আছে। সবকিছু মিলে অশুভ শক্তির ভালো তৎপরতা এবং মহড়া আছে। ’ যোগ করেন উপাচার্য।

জঙ্গিরা তাদের কর্মকাণ্ডের শেষ দিকে নারীদের ব্যবহার করত উল্লেখ করে উপাচার্য বলেন, ‘ছয় মাসের মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করি। মেয়েদের হলগুলোতে হঠাৎ করে গভীর রাতে ২০-৩০ জন সংক্ষুব্ধ হয়ে স্লোগান দেওয়ার পরিবেশ আমরা লক্ষ্য করি। এটা স্বাভাবিকতার পরিপন্থি। এসব কিছু শুভ কিছুর ইঙ্গিত দেয়না। ‘

বিজ্ঞাপন

ছাত্রদের বিরদ্ধে মামলার প্রসঙ্গে উপাচার্য বলেন, ’বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে এমন কর্মকাণ্ড কোনোক্রমেই বরদাস্ত করব না। ১৮ বছর বয়স হলে আইনের বিধান প্রযোজ্য হয়। কেউ ফৌজদারি অপরাধ করলে ইনডেমনিটি দেওয়ার কালচার থেকে বেরিয়ে এসে আইনের শাসন কার্যকর করতে হবে। অপরাধীর সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। ‘

সম্প্রতি ঘটনার বিষয়ে ইতোমধ্যে প্রো-উপাচার্য (প্রশাসন)কে প্রধান করে একটি কমিটি করা হয়েছে বলে জানান উপাচার্য।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে চমৎকারভাবে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। তার একটি বড় প্রমাণ হল সরকারি দলের বাইরে বিভিন্ন সংগঠনের নেতারা স্মারকলিপি দিতে পেরেছেন।

সারাবাংলা/কেকে/এসএমএন/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর