কুষ্টিয়া: দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি মজমপুর থেকে বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুষ্টিয়া জেলা শাখা সভাপতি রিয়াজুল করিম ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের ধর্মীয় ও নৈতিক শিক্ষার মান রক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধি বজায় রাখা অপরিহার্য। তাই দ্রুত প্রজ্ঞাপন বাতিল করে বিদ্যমান বিধি-কানুন কার্যকর করতে হবে। দাবি কার্যকর না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা।