Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি যদি বিএনপি গ্রহণ করে থাকে, তবে তা তাদের জন্য ভয়ংকর ভুল হবে। বিএনপিকে তিনি আহ্বান জানান আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা না করে বরং বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে মনোযোগ দিতে। তার মতে, এভাবেই বিএনপি তরুণ প্রজন্মের সমর্থন পেতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “একদিকে আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে; অন্যদিকে দেশের কিছু রাজনীতিবিদ তাদের নির্বাচনে আনার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যারা এটি করতে চাইবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে।”

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ৩৬ জুলাই ও ৫ আগস্ট ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে। সে রায়ই প্রমাণ করেছে, বাংলাদেশে আওয়ামী লীগ ও মুজিববাদীদের কোনো রাজনৈতিক ভূমিকা আর থাকবে না। তাদের অতীতের অপকর্মের বিচার নিশ্চিত করতে হবে।

সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে আওয়ামী লীগ ও মুজিববাদ প্রশ্নে এক থাকতে হবে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র রুখতে হবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটছে। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর আক্রমণ, উপদেষ্টা মাহফুজ আলমের বিদেশ সফরে হামলার চেষ্টা এবং সর্বশেষ জাতিসংঘ অধিবেশন চলাকালে নিউইয়র্কে আখতার হোসেন ও ড. তাসনিম জারাকে লক্ষ্য করে হামলার ঘটনা তারই অংশ।

তিনি বলেন, এসব হামলার পেছনে প্রশাসনের কিছু অংশ জড়িত। সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার কারণেই বিদেশে এ ধরনের ঘটনা ঘটছে।

এ সময় তিনি সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবদিহিতা দাবি করেন এবং বলেন, ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব ছিল। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।

নাহিদ ইসলাম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/ইআ

আওয়ামী লীগ নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর