ঢাকা: গাজীপুরের টঙ্গী এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বাদ আছর ফায়ার সার্ভিসের সদর দফতর ফুলবাড়িয়ায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি নেত্রকোনায় মরদেহ পাঠানো হবে। সেখানেই তাকে দাফন করা হবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শামীম আহমেদ ২০০৪ সালের ১৬ আগস্ট চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও তিন ছেলেমেয়ে রয়েছে।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ১৯৬৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৪৯ জন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হয়ে মৃত্যুবরণ হয়েছেন।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে টঙ্গীতে একটি কেমিক্যালের দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভাতে যায়। সেখানে কয়েকজন ফায়ার কর্মী ওই দোকানের ভেতরে আগুন নেভাতে যায়। দোকানের ভেতরে থাকা যে কেমিক্যালের গুদাম ছিল তা ফায়ার কর্মীদের অবহিত করা হয়নি। ফলে ওই কেমিক্যালের গুদাম বিস্ফোরিত হয়। এর কারণে প্রচন্ড আগুনের কুণ্ডলিতে দগ্ধ হয় ফায়ার কর্মীরা। কোনোরকম তারা বাইরে বেরিয়ে এলেও ৭ জন দগ্ধ হয়। এরপর তাদের জাতীয় বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই শামীমের মৃত্যু হয়। বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে দগ্ধদের দেখতে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে ছুটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীল আলম চৌধুরী। তিনি সকলের সুচিকিৎসার জন্য খোঁজ খবর নিয়েছেন।