ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত লোকসানি প্রতিষ্ঠান জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার যেন আলাদিনের চেরাগ। তিন মাসের ব্যবধানে পুঁজিবাজারে বিবিধ খাতের কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এই তিন মাসে জিকিউ’র শেয়ারের দর বেড়েছে ২৪২ শতাংশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, জুনের শেষে কোম্পানিটির শেয়ার দর যেখানে ছিল ১৫৯ টাকা ৮০ পয়সা, মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ৫৪৬ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ দাম বেড়েছে ৩৮৬ টাকা ৮০ পয়সা বা ২৪২ শতাংশ। গত তিন মাসে জিকিউ বলপেন ছাড়াও ইনফরমেশন সার্ভিসেস নামের আরও একটি শেয়ারের দর বেড়েছে।
কোম্পানির দরবৃদ্ধির ক্ষেত্রে সর্বোচ্চ সার্কিটে স্পর্শ না করিয়েই অভিনব কায়দায় কারসাজির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যাতে আস্তে আস্তে দর বাড়ালে নিয়ন্ত্রক সংস্থার নজরে না আসে। পুঁজিবাজারে সবার মুখে মুখে এখন ঘুরে বেড়াচ্ছে আসলে জিকিউ বলপেনে আছে কী? কোন কারণে বাড়ছে রহস্যের শেয়ারটির দর? তিন মাসে পুঁজিবাজারের বেশিরভাগ কোম্পানির দর কমলেও জিকিউ বলপেনের অস্বাভাাবিক দরবৃদ্ধিকে ‘সন্দেহজনক’ হিসেবে দেখছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর পেছনে কোনো কারসাজি থাকলে তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তাকে (সিআরও) নির্দেশ দিয়েছে বিএসইসি। সম্প্রতি বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমেডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের সার্ভেইল্যান্স বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে, অভিযোগ উঠেছে, প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা ঢাকা স্টক একচেঞ্জের তেমন উদ্যোগ ছিল না। ডিএসই কোম্পানির দরবৃদ্ধি নিয়ে কিছুটা উদাসিনতার পরিচয় দিয়েছে। যদিও স্ট্যান্ডার্ড সিরামিকের দর দুই টাকা না বাড়তেই প্রাথমিক ইনকোয়ারি দিয়েছিল। কিন্তু জিকিউ বলপেনের ক্ষেত্রে ঘটেছে উল্টো।