পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় এক ব্যবসায়ীর কাছে বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গুড়া পৌর সদরের বকুলতলায় শিল্প ও বণিক সমিতির আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপির একাংশ একাত্মতা ঘোষণা করে অংশ নেয়।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর রাতে ভাঙ্গুড়া বাজারের বকুলতলায় অবস্থিত ব্যবসায়ী একেএম হানিফ বাবলুর নিজস্ব অফিসে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন। চাঁদা না দেওয়ায় তাকে জীবননাশের হুমকি দেয়। এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’
তাই অবিলম্বে মোতালেব হোসেন গংদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, দলের সমস্ত পদ থেকে তাকে বহিষ্কারসহ চার দফা দাবি জানান ব্যবসায়ীরা। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতি বাজার বন্ধসহ কঠোর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম, ব্যবসায়ী হাজী আশরাফ আলী, ভুক্তভোগী ব্যবসায়ী একেএম হানিফ বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান লিটনসহ অনেকে।