Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ৭ দিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫

সাতক্ষীরা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে টানা ৭ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভারতের ঘোজাডাঙ্গা আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা।

তিনি বলেন, সনাতন ধমাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ৪ অক্টোবর পুনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

ভোমরা স্থল বন্দরে ইমিগ্রেশন ইনচার্জ জুয়েল জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাত দিন আমদানি রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা তোহিদুজ্জামান বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী সাত দিন ভোমরা স্থল বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ৪ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

সারাবাংলা/এসএস

আমদানি বন্‌ধ ভোমরা স্থলবন্দর রফতানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর