Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এই সময়’-এ মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:২২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৫

মির্জা ফখরুলের সাকাৎক্ষার নিয়ে বিএনপি মিডিয়া সেলের বিবৃতি। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির কাছে জামায়াতের আসন চাওয়া ও পিআর পদ্ধতি নিয়ে দলটির আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এ দেওয়া সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মহাসচিবের বরাত দিয়ে এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, “বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময়’ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর।”

তিনি বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।”

বিজ্ঞাপন

শায়রুল কবির দাবি করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না।

তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য।

সারাবাংলা/পিটিএম

উপস্থাপিত এই সময় মির্জা ফখরুল সাক্ষাৎকার

বিজ্ঞাপন

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায়
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার উপায়
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮

আরো

সম্পর্কিত খবর