Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার ওয়াশিংয়ে জড়িত প্রবাসীদের সতর্ক করল দোহা দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪২

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকা: গাড়ী ধৌতকরণ (কার ওয়াশিংয়ে) জড়িত প্রবাসী কর্মীদের সতর্ক করেছে কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন শপিংমলসহ বিভিন্ন জায়গায় পার্কিংয়ে যারা কার ওয়াশিংয়ের কাজে নিয়োজিত আছেন, তাদের মধ্য থেকে কতিপয় বাংলাদেশিকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও তাদের বৈধ কাতার আইডি ও কাজের অনুমতি রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, কতিপয় ক্লিনিং কোম্পানির নিযুক্ত কিছু কর্মী কাতার সরকারের নিয়ন্ত্রাধীন পার্কিংয়ে কার ওয়াশিংয়ের কাজে নিয়োজিত আছেন। তারা পার্কিংয়ে গাড়ি আসামাত্র কার ওয়াশের জন্য গাড়ির কাচে ‘নক’ করেন। তারা গাড়িতে বসা যাত্রীদের বিরক্ত করতে থাকেন এবং কার ওয়াশ করতে না চাইলে অযাচিতভাবে অর্থ দাবি করেন, যা অনভিপ্রেত।

বিজ্ঞাপন

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরীভূত হওয়ায় তারা পাবলিক পার্কিংয়ে কার ওয়াশে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। এ ধরনের অযাচিত সমস্যা এড়িতে কার ওয়াশিং কোম্পানি এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞাপন

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
১৬ নভেম্বর ২০২৫ ০৮:২৩

আরো

সম্পর্কিত খবর