Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আখতারের ওপর হামলাকারীদের নাগরিকত্ব বাতিল ও সম্পদ বাজেয়াপ্তের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৭

চট্টগ্রামে এনসিপির সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংয়ের যৌথ মিছিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও মিছিল করেছে দলটি। এসময় এনসিপি নেতারা হামলাকারীদের বাংলাদেশের নাগরিকত্ব ও পাসপোর্ট বাতিল এবং তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে চট্টগ্রাম মহানগর এনসিপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, ‘আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি আমাদের নেতাদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে তাদের সঙ্গে করে বিদেশে নিয়ে গেলেন কেন ? এর আগে আমরা জুলাই আন্দোলনের একজন যোদ্ধা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনা দেখেছি। এরপর আখতার ভাইয়ের ওপর হামলা হল। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমরা দেখিনি। এ সরকার বারবার তাদের ক্ষমা করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

‘আমাদের স্পষ্ট দাবি, হামলাকারীদের বাংলাদেশি পাসপোর্ট ও নাগরিকত্ব বাতিল করতে হবে। এদেশে তাদের যত সম্পদ আছে সব বাজেয়াপ্ত করতে হবে। আওয়ামী লীগের বিচার করতে হবে, সংস্কার করতে হবে। এরপর নির্বাচন হবে।’

মানববন্ধনে চট্টগ্রাম মহানগর এনসিপির সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংয়ের নেতারা বক্তব্য দেন। এর আগে তারা বিক্ষোভ মিছিল করেন।

সারাবাংলা/আরডি/এসএস

আখতার দাবি নাগরিকত্ব বাজেয়াপ্ত বাতিল সম্পদ হামলাকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর