Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ডিষ্ট্রিক্ট ম্যানেজার্স বিজনেস রিভিউ সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:১০

ঢাকা : ব্যবসা পর্যালোচনা ও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণে ডিষ্ট্রিক্ট ম্যানেজার্স বিজনেস রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ৬৪টি জেলা থেকে ডিস্ট্রিক্ট ম্যানেজারগণ সভায় যোগ দেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ র‌্যাংগ্স টাওয়ারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এ আয়োজন করে।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চ্যানেল ব্যাংকিং প্রধান মো. জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মির্জা আজহার আহমদ ও আখতারুদ্দীন মাহমুদসহ এজেন্ট ব্যাংকিং চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দিনব্যাপী সভায় বিভিন্ন বিভাগের বিজনেস চ্যানেল এবং ইউনিট প্রধানগণ বিজনেস, অ্যাসেট ও সিআরএম, অপারেশনস এবং কমপ্লায়েন্স-এর ওপর পৃথক পৃথক সেশন পরিচালনা করেন। এ সময় ডিস্ট্রিক্ট ম্যানেজারদেরকে ২০২৫ সালের অবশিষ্ট ১০০ দিনের মধ্যে নিজ নিজ ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর